২১ Jul, ২০১৮ । ৬ শ্রাবণ, ১৪২৫

আগামী ২৭ নভেম্বর থেকে সিএনজি চালকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক | নভেম্বর ২৪, ২০১৭ - ১২:০৬ অপরাহ্ণ

স্মার্টফোনের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা উবার ও পাঠাও বন্ধসহ মোট আট দফা দাবিতে ঢাকায় আগামী ২৭ ও ২৮ নভেম্বর ধর্মঘট পালন করবেন অটোরিকশা চালকরা।

গত বেশ কিছুদিন থেকেই উবার ও পাঠাও বন্ধের দাবি জানিয়ে আসছিল সিএনজি চালিত অটোরিকশা চালকরা। দাবি না মানলে ধর্মঘটের মত কর্মসূচি দেওয়ার কথাও তারা সংবাদ সম্মেলন করে বলেছিল। ঢাকা জেলা সিএনজি অটোরিকশা ও মিশুক ইউনিয়নের সদস্য সচিব শাখাওয়াত হোসেন দুলাল আজ দ্য ডেইলি স্টারকে জানান ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাচ্ছেন তারা।

১৫ বছরের বেশি পুরনো সিএনজি রাস্তা থেকে তুলে দেওয়া তারদের প্রধান দাবি।

আন্দোলনের অংশ হিসেবে সিএনজি চালকরা আগামী ২২ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখাবে। দাবি মানা না হলে ১০ ডিসেম্বর বিআরটিএ অফিস ঘেরাওয়েরও ঘোষণা রয়েছে তাদের।

শেয়ার করুন

আপনার মন্তব্য দিন

সর্বশেষ
পঞ্জিকা
জুলাই ২০১৮
রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
ছবি গ্যালারি