২১ Jul, ২০১৮ । ৫ শ্রাবণ, ১৪২৫

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মকর্তা ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১০, ২০১৭ - ২:৩৯ অপরাহ্ণ

কুষ্টিয়ায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভাগীয় কর্মকর্তা, শিক্ষক ও এমএমসি শিক্ষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব শেখ আতাহার হোসেন। এসময় তিনি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন পাঠদানের মাধ্যমে একটি আদর্শ জাতি গঠন করা সম্ভব। এ জন্য প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের দক্ষতা বাড়াতে হবে। এছাড়াও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তাক আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, কুমারখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই মতবিনিময় সভার আয়োজন করে।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য দিন

সর্বশেষ
পঞ্জিকা
জুলাই ২০১৮
রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
ছবি গ্যালারি