২১ Jul, ২০১৯ । ৫ শ্রাবণ, ১৪২৬

১২ জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ৩, ২০১৭ - ১১:২০ পূর্বাহ্ণ

আগামী ১২ জানুয়ারি সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন দুপুরে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের জণগণের উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন।

এসময় প্রধানমন্ত্রী তাঁর সরকারের উন্নয়ন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন এবং মাদক দ্রব্যের বিরুদ্ধে বক্তব্য প্রদান করবেন। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে ভাষণ সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়।
সভা থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভাষণ সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১০ হাজার জনতার উপস্থিতিতে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।
এছাড়া সিলেট জেলার সকল উপজেলা অফিস, ইউনিয়ন অফিস এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের ভাষণ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীনের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেটের সিভিল সার্জন ডাঃ  মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, এনজিও নেতা বেলাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

আপনার মন্তব্য দিন

সর্বশেষ
পঞ্জিকা
জুলাই ২০১৯
রবি সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি
« ফেব্রু    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
ছবি গ্যালারি