![গজল [ Ghazal ] 1 গজল [ Ghazal ]](https://www.bangladesherkhabor.com/wp-content/uploads/2020/01/গজল-Ghazal--740x414.png)
গজল [ Ghazal ] উর্দু সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গজলই এই নতুন সময়ে উর্দু কবিতার উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গজলকে ব্যাপকভাবে জনপ্রিয় করেছে ভারতীয় সিনেমা। সিনেমাই গজল কে ভাষা ও দেশের গণ্ডি অতিক্রম করিয়ে সব দেশ ও ভাষাভাষী মানুষের কাছে নিয়ে গেছে। উর্দু গজল দ্বারা অনুপ্রাণিত হয়ে, অনেক ভাষা এই শৈলীকে আত্মস্থ করার চেষ্টা করেছে এবং তাদের নিজস্ব ভাষায় সুন্দর গজল তৈরি করেছে। এর উদাহরণ হিসেবে বলা যায় হিন্দি গজলগুলি। এই বিভাগে, আমরা কিছু গজল উপস্থাপন করেছি যা হিন্দি কবিতার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
Table of Contents
এ জি জোশ এর গজল
![গজল [ Ghazal ] 2 গজল, A G JOSH, Poet, এ জি জশ, কবি](https://www.bangladesherkhabor.com/wp-content/uploads/2022/01/A-G-JOSH-Poet-%E0%A6%8F-%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%B6-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF.jpg)
গুজরে জো আপনে ইয়ারন কি সোহবত মে চার দিন
গুজরে জো আপনে ইয়ারন কি সোহবত মে চার দিন
আইসা লাগা বাসর হয় জান্নাতে চার দিন
উমর-ই-হিজার কি আমাদের কো তমন্না কখনো না হো
ইনসান জি সাকে জো মহব্বত আমার চার দিন
যখন তক জিয়ে নিভা.এঙ্গে হাম উন সে বন্ধু
আপনে রাহে জো দোস্ত মুসিবত আমার চার দিন
আই জান-ই-আরজু ভো কায়ামত সে কাম না
কাতে টায়ার বাঘের জো হূরবাত আমার চার দিন
ফির উমর ভর কাভি না সুখ পা সাকা ইয়ে দিল
কাটনে দ্য জো ভি কাট গা.এ রাহাত আমার চার দিন
জো ফকর মে সুরুর হ্যায় শাহী মে ভো কাহাঁ
হাম ভি রাহে হ্যায় নশা-ই-দৌলত মে চার দিন
আমাদের আগ নে জল কে ইয়ে দিল রাখ কর দিয়া
উথতে দ্য ‘জোশ’ শো.আলে জো বহশত আমার চার দিন
জহম খাতে হ্যায় অর মুশকুরাতে হ্যায় হাম
জহম খাতে হ্যায় অর মুশকুরাতে হ্যায় হাম
হাউসলা আপনা হূদ আজমাতে হ্যায় হাম
আ লাগা হ্যায় কিনারে সফিনা মাগার
শোর তো আদাতন হি মাছতে হ্যায় হাম
হাম জো দুবেন তো কোন না ফির বাচকে
আইসা সাগর মে তুফান উথাতে হ্যায় হাম
চুউর কর ভি চুকে দিল কে শিখে কো ভো
আপনী হিম্মত হ্যায় ফির ছোট খাতে হ্যায় হাম
বে-রুহি সে জো দিল তোড় দিতে হ্যায় ‘জোশ’
উন কে হি প্যায়ার কে গীত গাতে হ্যায় হাম
চান্দনি-রাত মে আন্ধেরা থা
চান্দনি-রাত মে আন্ধেরা থা
তারাহ বেবাসি নে ঘেরা থা
শুধু ঘর মে বাসি থি তারিকী
ঘর সে বাহার মাগর সাভেরা থা
ভো কিসি অর কা হুয়া হ্যায় আজ
ভো জো কাল তাক তো স্যারফ মেরা থা
উঃ গা.আস কে সবী পাঁচী
জিন কা দিল মেরে বাসেরা থা
বাস ওয়াহিন ‘জোশ’ কা মাজার হ্যায় আজ
কাল জাহাঁ বেওয়াফা কা দেরা থা
ইতনা এহসান তো হাম পার ভো হুদারা কার্তে
ইতনা এহসান তো হাম পার ভো হুদারা কার্তে
আপনে হাতোঁ সে জিগার চাক হামারা করতে
হাম কো তো দর্দ-ই-জুদা. সে হি মার জানা থা
চাঁদ রোজ অর না কাতিল কো ইশারা করেন
লে কে জানে না আগর সাথ ভো ইয়াদেন আপনি
ইয়াদ কার্তে আনহেন অর ওয়াক্ত গুজারা করতে
জিন্দেগি মিল্তি জো সউ বার হামে দুনিয়া মেন
হাম তো হার বাত ইসে আপ পে ভারা করে
‘জোশ’ ধুন্দলতা না হারগিজ ইয়ে মিরা শিশা-ই-দিল
গর্দ উস কি ভো আগর রোজ উতারা করেন
আহ্ ভি হারফ-ই-দুআ হো যায়ে
আহ্ ভি হারফ-ই-দুআ হো যায়ে
ইক দুঃখ দিল কি সাদা হো যায়ে
ভো হ্যায় মোশ তো ইউঁ লাগাতা হ্যায়
হাম সে রাব রুথ গয়া হো যায়ে
নাম লিখ লিখ কে মিতাতা হ্যায় মীরা
ইয়ে ভি ইক নকশ-ই-ওয়াফা হো যায়েসে
দিল কে আ.নে মে হ্যায় ইক চেহরা
কোন শাই ধুন্দ রাহা হো যায়ে
জিন্দগি উংগ রাহি হ্যায় অ্যায় ‘জোশ’
কিসি মুফলিস কা দিয়া হো যাইসে
হার মুলাকাত মে লাগাতে হ্যায় ভো বেগনে সে
হার মুলাকাত মে লাগাতে হ্যায় ভো বেগনে সে
ফায়েদা কি হ্যায় ভাল আইসোন কে ইয়ারানে সে
কিছু জানা তো মুঝে সব নে হি আশিক বোঝা
বাত ইয়ে হুহুব নিকালি মিরে আফসানে সে
জিন্দেগি আপনী নজর আসে লাগে স্যারফ সরব
কখনো গুজরে জো দিল-ই-জার কে ভিরানে সে
এক পাল ভি না থাহার পাওগে অয় সাংগ-জানো
কোন পাথর কখনো লাউত আয়া জো দিওয়ানে সে
তুম কো মারনা হ্যায় তো মারনা মিরে গুল হোন পার
শাম.এ কাহ্তি রাহি শব-ভার ইয়াহি পারভানে সে
ফির না দেখা তুঝে অয় ‘জোশ’ সুখ সে বৈথা
যখন সে উথা হ্যায় তু ইস শো কে কাশান সে
যাব কাভি জিকর ইয়ার কা আয়া
যাব কাভি জিকর ইয়ার কা আয়া
এক ঝোঁকা বাহার কা আয়া
ইশক কাচ্চে ঘাড়ে পে দুব গেল
লামহা যাব ইন্তিজার কা আয়া
আ.গা.ই দিল মে বাসবাসে কিতনে
ওয়াক্ত যাব এয়েতবার কা আয়া
পাস তির-ও-কামন না থে আপনে
যাব ভি মৌসম শিখর কা আয়া
হাম নে ঠুকরা দিয়া জাহাঁ কো ‘জোশ’
মারহালা যাব ওয়াকির কা আয়া
আরও পড়ুন: