রসুনসহ আরো অন্যান্য উপকরন দূর করবে খুশকি।

রসুনসহ আরো অন্যান্য উপকরন দূর করবে খুশকি। বছরের সব সময় মাথায় খুশকি না থাকলেও শীতকালে অনকের মাথায় খুশকি এর সমস্যা দেখা যায়। মূল কারন হলো এটি মাথার ত্বকের মধ্যে কিছু মৃত চামড়া থাকে এগুলোর কারনে। এ রকম খুশকির কারনে মাথার ত্বকে চুলকানির সমস্যা দেখা দেয়।

অন্টি-ড্যান্ড্রাফট শ্যাম্পু ও বিভিন্ন উপাদান ব্যবহার করার ফলে খুশকির সমস্যা কিছুটা কমলেও তা একবারে দূর হয় না। কিন্তু এ সমস্যাটির পুনরাবৃত্তি বন্ধ করতে পারেন রসুনের ব্যবহারেই। রসুন বিভিন্ন স্বাস্থ্য এবং ত্বকের সমস্যার জন্য একটি প্রাচীন ঘরোয়া প্রতিকার।

এটিতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। আর খুশকির সমস্যা নিরাময়ের জন্য অ্যান্টিফাঙ্গাল অনেক ভালো কাজ করে এবং স্থায়ীভাবে দূর করতে পারে আপনার এ সমস্যাটি। তবে মনে রাখবেন, রসুন সরাসরি আপনার মাথার ত্বকে ব্যবহার করা যাবে না।

তা হলে আসুন জেনে নিই কীভাবে রসুনের ব্যবহারে স্থায়ীভাবে দূর করবেন খুশকি—

রসুনসহ আরো অন্যান্য উপকরন দূর করবে খুশকি।

১. রসুন ও জলপাই তেল

খুশকি
রসুন

রসুনের তেল ও জলপাই তেল ব্যবহার করে দূর করতে পারেন খুশকির সমস্যা। আর এই দুটি উপাদান ব্যবহার করলে পেয়ে যেতে পারেন স্থায়ী সমাধান।
এর জন্য রসুনের তেল দুই চামিচ ও জলপাই তেল পাঁচ চামচ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এর পর ২০ মিনিট রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলেই পাবেন উপকার।

২. রসুন ও নারিকেল তেল

নারিকেল তেল Copyright free image form Wikimedia common
নারিকেল তেল

খুশকি সমস্যা সমাধানের উপায় হিসেবে রসুনের তেল ও নারিকেল তেলের মিশ্রণও অনেক ভালো কার্যকরী। এটি ব্যবহারেও পুনরাবৃত্তি বন্ধ হতে পারে খুশকি সমস্যার।
এর জন্য দুই চামচ রসুনের তেল ও চার চামচ নারিকেল তেল মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য গরম করে নিন। এর পর সেটি ঠাণ্ডা হয়ে এলে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিলে মিলবে সমাধান।

৩. রসুনের গুঁড়া ও দই

মাথা থেকে স্খায়ীভাবে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন রসুনের গুঁড়া ও দইয়ের মিশ্রণ।
এর জন্য দুই চামচ রসুনের গুঁড়া ও পাঁচ চামচ দইয়ের সঙ্গে সামান্য পানি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর পর মাথার ত্বকে নারিকেল তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে তার ওপরে মিশ্রণটি লাগান। ২০-৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।

৪. রসুনের রস ও অ্যালোভেরা জেল

অ্যালোভেরা image collected and edited for reuse
অ্যালোভেরা

রসুনের রস ও অ্যালোভেরা জেল ব্যবহার করে ১০ মিনিটেই তৈরি করে নিতে পারেন খুশকি দূর করার দাওয়াই।
এর জন্য একটি পাত্রে রসুনের রস দুই চামচ ও অ্যালোভেরা জেল চার চামচ নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে ৩০ মিনিট অপেক্ষা করুন। পরে শ্যাম্পু করে ধুয়ে নিলেই মিলবে সমাধান।

৫. রসুন, মধু ও লেবু

রসুন, মধু ও লেবু image collected and edited for reuse
রসুন, মধু ও লেবু

এই তিনটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে খুব সহজেই খুশকির সমস্যা থেকে রেহাই পাওয়া জায়।
এর জন্য একটি পাত্রে রসুনের তেল দুই চামচ, এক চামচ মধু ও দুই চামচ লেবু একসঙ্গে মিশিয়ে নিন। এর পর মাথার ত্বকে নারিকেল তেল ভালো করে ম্যাসাজ করে নিয়ে তার ওপরে মিশ্রণটি লাগান। শাওয়া ক্যাপ পরে ২০ মিনিট রেখে অপেক্ষা করুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই মিলবে উপকার।
খুশকির কারণে চুল পড়ে যায় দ্রুত। শীতকালে খুশকির প্রকোপ যেন একটু বেশিই বেড়ে যায়। অতিরিক্ত খুশকির কারণে চুল পড়ে যাওয়ার পাশাপাশি বিবর্ণ হয়ে পড়ে চুল। মাথার ত্বকের চুলকানি থেকে অনেক সময় ইনফেকশন পর্যন্ত হতে পারে।-খুশকি দূর করার জন্য ব্যবহার করতে পারেন হাতের কাছেই থাকা বিভিন্ন ভেষজ ও প্রাকৃতিক উপাদান।

আরো জানুন:

 

জেনে নিন কীভাবে সহজেই দূর করবেন-খুশকি-

লেবু ও নারিকেল তেল

লেবু ও নারিকেল তেল image collected and edited for reuse
লেবু ও নারিকেল তেল

২ চা চামচ কুসুম গরম নারিকেল তেলের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মেশান। মিশ্রণটি মাথার তালুতে কয়েক মিনিট ঘষে ঘষে লাগান। ৩০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে ৩ বার এটি ব্যবহার করলে দূর হবে-খুশকি।

ডিম

ডিম image collected and edited for reuse
ডিম

ডিমে রয়েছে বায়োটিন যা-খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। ডিমের কুসুম ফেটিয়ে নারিকেল তেল মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন চুল।

বেকিং সোডা

বেকিং সোডা Copyright free image form flickr.com
বেকিং সোডা

চুল সামান্য ভিজিয়ে ১ টেবিল চামচ বেকিং সোডা মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। বেকিং সোডায় থাকা অ্যান্টি-ফাঙ্গাল উপাদান দূর করবে বিরক্তিকর-খুশকি।
আপেল সিডার ভিনেগার
৮ টেবিল চামচ পানি ও আপেল সিডার ভিনেগার একসঙ্গে মেশান। দ্রবণে আঙুল ডুবিয়ে মাথার তালু ম্যাসাজ করে নিন। ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

রসুন সম্পর্কে আরো জানুন:

বাংলাদেশের খবর সাইটটি ব্যবহার করায় আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে “যোগাযোগ” আর্টিকেলটি দেখুন, যোগাযোগের বিস্তারিত দেয়া আছে।

Comments are closed.