সিলেট বিভাগে করোনায় ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৯২ শতাংশ

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইটাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরও ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে । বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। তথ্যমতে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৮৭৪ টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনায় শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৯২ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে ২৭ জন সিলেট জেলার বাসিন্দা।

সিলেট বিভাগে করোনায় ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৯২ শতাংশ

 

বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৯৫ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৯ জন, হবিগঞ্জের হাসপাতালে ৫ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন আছেন।

 

বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার জেলার ১২ জন রয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৩ হাজার ৩০২ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২১০ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৮ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৯৮৫ জন রয়েছেন। এই সময়ে সিলেট বিভাগে ২৫৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। সুস্থদের মধ্যে ১১২ জন সিলেট জেলার বাসিন্দা। সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৯৭ জন ও মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।

সিলেট বিভাগে করোনায় ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৯২ শতাংশ

 

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৬ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জেলার হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ৪৬ হাজার ৯৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩০ হাজার ৬৭৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৯৩৫ জন, হবিগঞ্জ জেলায় ৩ হাজার ৫৬২ জন ও মৌলভীবাজারে ৬ হাজার ৮১৯ জন।
গত ২৪ ঘন্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বিভাগে করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ১৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯৪৬ জন, সুনামগঞ্জে ৭২ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭২ জন রয়েছেন।

আরও দেখুনঃ

শেখ হাসিনার প্রতি মোদির কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট বিভাগে করোনায় ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৯২ শতাংশ

 

করোনাভাইরাস